মানুষের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বেড়েছে: মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সবক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হচ্ছে। বর্তমানে মানুষের মাথাপিছু আয় বেড়েছে, সর্বস্তরের মানুষের জীবনযাত্রার মানও বেড়েছে। শিক্ষকদের কল্যানেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার দুপুরে শাহ মখদুম কলেজে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) রাজশাহী জেলা ও মহানগর নবনির্বাচিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

বক্তব্যকালে মেয়র শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে অতীতের মতো আগামীতেও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) রাজশাহী জেলার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

আরো উপস্থিত ছিলেন বাকশিস রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজ কুমার সরকার, বাকশিস মহানগরের সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এসএম রেজাউল ইসলামসহ জেলা ও মহানগর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

স/অ