মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে রাজশাহীতে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে বিশেষ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এসময় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সামাজিক সচেতনতার প্রতি গুরুত্বারোপ করা হয়।

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এসময় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির। এছাড়াও সভায় রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা- মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সামাজিক সচেতনতার প্রতি গুরুত্বারোপ করেন। তারা বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে পারিবারিক কাঠামোকে সন্তানদের প্রতি গুরুত্ব দিতে হবে। সাথে স্কুলের পক্ষ থেকেও বিশেষ খেয়াল রাখতে হবে।

স/শা