মানবতাবিরোধী অপরাধে আটক ওয়াহিদুলকে জিজ্ঞাসাবাদের অনুমতি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হওয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক মুহাম্মদ ওয়াহিদুল হককে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আগামী ১৫ মে তদন্ত সংস্থার সেফহোমে তাকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা যাবে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে চিফ প্রসিকিউটর ছিলেন গোলাম আরিফ টিপু এবং প্রসিকিউটর ছিলেন জেয়াদ আল মালুম ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

সাবিনা ইয়াসমিন খান মুন্নি জানান, আসামিকে ১৫ মে তদন্ত সংস্থার সেফহোমে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। এছাড়া ১০ জুলাই তদন্তের অগ্রগতির প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গত ২৪ এপ্রিল রাজধানীর বারিধারা থেকে ওয়াহিদুল হককে গ্রেফতার করা হয়। পরের দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওয়াহিদুল হকের বিরুদ্ধে ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্টে ৫০০-৬০০ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে।