মানবজাতির প্রতি কোরআনের উপদেশ

অবিশ্বাসীদেরও ক্ষমা করো

ইরশাদ হয়েছে, ‘মুমিনদের বলুন! তারা যেন ক্ষমা করে তাদের—যারা আল্লাহর দিনগুলোর প্রত্যাশা করে না। এটা এ জন্য যে, আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে তার কৃতকর্মের জন্য প্রতিদান দেবেন।’

(সুরা : জাসিয়া, আয়াত : ১৪)

 

ভালো কাজের প্রতিদান মানুষ পাবেই

ইরশাদ হয়েছে, ‘যে সৎকাজ করে সে তা নিজের কল্যাণের জন্যই করে আর কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সেই ভোগ করবে। অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তিত হবে।’ (সুরা : জাসিয়া, আয়াত : ১৫)

 

মূর্খদের অনুসরণ কোরো না

ইরশাদ হয়েছে, ‘অতঃপর আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি দ্বিনের বিশেষ বিধানের ওপর; সুতরাং তুমি তার অনুসরণ করো। অজ্ঞদের অনুসরণ কোরো না।’ (সুরা : জাসিয়া, আয়াত : ১৮)

 

আল্লাহ মুত্তাকিদের বন্ধু

ইরশাদ হয়েছে, ‘আল্লাহর মোকাবেলায় তারা তোমার কোনো উপকার করতে পারবে না। অবিচারকারীরা একে অপরের বন্ধু আর আল্লাহ মুত্তাকিদের (আল্লাহভীরু) বন্ধু।’ (সুরা : জাসিয়া, আয়াত : ১৯)

 

কোরআন মানবজাতির জন্য রহমতস্বরূপ

ইরশাদ হয়েছে, ‘এই কোরআন মানবজাতির জন্য সুস্পষ্ট দলিল এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও রহমত।’

(সুরা : জাসিয়া, আয়াত : ২০)

 

সুত্রঃ কালের কণ্ঠ