সোমবার , ২৬ নভেম্বর ২০১৮ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মাদারীপুরে পিকআপ খালে পড়ে নিহত ২

Paris
নভেম্বর ২৬, ২০১৮ ১০:১৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাদারীপুরের রাজৈরে গাছের চারা ভর্তি একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর রাতে উপজেলার বৌলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

নিহতরা হলেন-পিকআপচালক মোহাম্মদ আলী (৩৭) ও নার্সারী মালিক মোঃ খোকন। আহতরা হলেন-হেলপাড় হুদয় এবং আঃ মালেক।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে স্বরূপকাঠী থেকে গাছের চারা ভর্তি একটি পিকআপ মুন্সীগঞ্জ যাওয়ার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে রাস্তার পাশের খালের পানিতে পড়ে যায়। খবর পেয়ে খালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ড্রাইভার মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে। মোহাম্মদ আলীর বাড়ী ফেনীর দাগনভূঁইয়া এলাকায়। নিহত নার্সারী মালিক খোকনের লাশ এখনও পিকআপের নিচে রয়েছে বলে জানা গেছে।

নিহত খোকন স্বরূপকাঠী জেলার নেসারাবাদ থানার জগন্নাথকাঠী গ্রামের আঃ হাকিমের ছেলে।

আহত আঃ মালেক জানায়, পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার সময় আমি কোনো রকমে লাফিয়ে বের হয়েছি। খোকন গাড়ির নিচে আটকে আছে।

খালিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার গোলক চন্দ্র বাড়ৈ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ড্রাইভারের লাশ উদ্ধার করেছি। আরেকজনের লাশ পিকআপের নিচে রয়েছে। খালের পানি থেকে পিকআটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ - জাতীয়