মাদক চোরাচালান রোধে জিরো টলারেন্সে রয়েছে পুলিশ: আরএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘রাজশাহী মহানগরীর ছাড়াও আরএমপির আওতাধীন সীমান্ত এলাকাগুলোতে মাদককের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।’ শনিবার (৪সেপ্টেম্বর) দুপুরে চর মাঝাড় দিয়াড় নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অসহায় ও নিম্ন আয়ের তিন শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগর পুলিশ প্রধান আরো বলেন, ‘চরমাঝাড়দিয়া এলাকা কৃষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে বিভিন্ন ফসল উৎপাদন করে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দিচ্ছেন কৃষেকরা। কিন্ত এখানকার মূল সমস্যা হলো রাস্তাঘাট কাঁচা। এ এলাকার রাস্তাঘাট সংস্কার করা হলে এ অঞ্চলের কৃষি আরও বেশি সম্ভাবনা দেখা দেবে।’ এসময় তিনি চর মাঝাড় দিয়াড় মানুষের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। এর আগে সকালে পুলিশ কমিশনার দামকুড়া থানার চারতলা ভবনের পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আব্দুল মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-কমিশনার মনিরুল ইসলাম,  পবা থানার ওসি মাহবুব হোসেন, রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলে রেজবি আল-হাসান মঞ্জিলসহ প্রমুখ।
স/আর