মঙ্গলবার , ১৬ নভেম্বর ২০২১ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মাথার দাম ২৫ লাখ, সেই সুখলালের লাশ উদ্ধার

Paris
নভেম্বর ১৬, ২০২১ ১১:২৩ অপরাহ্ণ

২৫ লাখ রুপি মাথার দাম ঘোষিত এক মাওবাদী নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাজ্যের গাড়চিরোলি জেলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছে,উদ্ধারকৃত এই নেতার নাম সুখলাল পরচাকি।

এর আগে গত শনিবার ভারতের মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২৬ মাওবাদী নিহত হন।

কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, নিহত ব্যক্তিদের মধ্যে মাওবাদী নেতা মিলিন্দ তেলতুমবদে রয়েছেন। মিলিন্দ মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে বন্দুকযুদ্ধে তার মৃত্যুর কথা এখনো নিশ্চিত করেনি পুলিশ। মিলিন্দ তেলতুমবদের মাথার মূল্য ছিল ৫০ লাখ রূপি।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে এ জেলার দূরত্ব ৯০০ কিলোমিটারের বেশি।

গাড়চিরোলি জেলার পুলিশ সুপার (এসপি) অঙ্কিত গোয়েল জানান, বন্দুকযুদ্ধের পর জঙ্গল থেকে এখন পর্যন্ত ২৬ মাওবাদীর লাশ উদ্ধার করেছেন তারা।

এই পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের সি-৬০ কমান্ডোর তল্লাশি অভিযানের সময়  শনিবার সকালে মারদিনতলা জঙ্গলের কোরচি এলাকায় বন্দুকযুদ্ধ শুরু হয়।

বন্দুকযুদ্ধে পুলিশের চার সদস্য গুরুতর আহত হন। চিকিৎসা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে তাদের নাগপুরে নেওয়া হয়।

মহারাষ্ট্রের গাড়চিরোলি জেলা ভারতের আরেক রাজ্য ছত্তিশগড়ের সীমান্ত লাগোয়া। ছত্তিশগড় মাওবাদী অধ্যুষিত রাজ্য।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক