বুধবার , ১২ অক্টোবর ২০১৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মাত্র ২ মিনিটের ফেস প্যাক!

Paris
অক্টোবর ১২, ২০১৬ ৬:৩২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রায় সব ধরনের ফেস প্যাকই আমরা মুখে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিই, যাতে এই প্যাক আমাদের ত্বকে কার্যকর হয়। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কয়েকটি প্যাকের পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। এই প্যাকগুলো মাত্র দুই মিনিটেই ত্বকের উপকার করে! চলুন, একনজরে দেখে নেওয়া যাক।

 

মধু ও দুধ

এক টেবিল চামচ দুধের সঙ্গে সমান পরিমাণে মধু মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে দুই মিনিট ম্যাসাজ করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের রুক্ষতা দূর করে ত্বক নরম ও মসৃণ করে।

 

অ্যালোভেরার রস ও হলুদ গুঁড়ো

এক টেবিল চামচ অ্যালোভেরার রসের সঙ্গে সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে দুই মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই প্যাক ব্যবহার করুন। এটি নিস্তেজ ত্বক এক নিমিষেই সতেজ করে তোলে।

 

ডিম ও আমন্ড অয়েল

একটি ডিমের সাদা অংশের সঙ্গে কয়েক ফোঁটা আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে দুই মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করে।

 

গাজরের রস ও মধু

এক টেবিল চামচ গাজরের রসের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। দুই মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের তারুণ্য ধরে রাখে।

 

কমলার রস ও হলুদ গুঁড়ো

এক টেবিল চামচ কমলার রসের সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে দুই মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের বলিরেখা দূর করে চেহারার বয়সের ছাপ দূর করে।

সূত্র: এনটিভি

সর্বশেষ - লাইফ স্টাইল

আপনার জন্য নির্বাচিত