মাতৃভাষা দিবসে রাসিক মেয়রের বাণি

নিজস্ব প্রতিবেদক:

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উপলক্ষে বাণী প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

বাণীতে তিনি উল্লেখ করেন, বর্র্ষ পরিক্রমায় আমাদের মাঝে এসেছে শোক, গৌরব ও জাগরণের দিবস একুশে ফেব্রুয়ারি। ভাই হারানোর গভীর বেদনায় একুশে ফেব্রুয়ারিকে আমরা শহীদ দিবস শিরোনামে পালন করে আসছি। আর বিশ্ববাসী ২০০০ সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় পালনের মাধ্যমে পৃথিবীর প্রতিটি জনগোষ্ঠী মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। বিশ্ব পরিমলে এটা আমাদের বিরল কৃতিত্ব। জাতীয় ইতিহাসেও এর তাৎপর্য অপরিসীম। ১৯৫২ সালের অমর একুশে ফেব্রুয়ারি সালাম, বরকত, জব্বার, সফিউর ও নাম না জানা শহীদ ভাইদের রক্তই আমাদের জাতীয়তাবোধ সৃষ্টি করে। ফলে ইতিহাসের বিভিন্ন পর্যায় অতিক্রম করে ১৯৭১ সালে নির্মিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

আমি অমর একুশে সকল ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনা ও সকল ভাষা সৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

স/বি