মাঠে ফিরেই ব্যাটিংয়ে ঝড় তুললেন তামিম

দীর্ঘ সময় ইনজুরির ধকল কাটিয়ে মাঠে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ রবিবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন। সোশ্যাল সাইটে অনুশীলনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘লম্বা সময় পর ফিরে এলাম নীড়ে’।এতদিন পর ব্যাট হাতে নিয়েই নিজের চেনারূপে দেখা দেন তামিম।

৪০ মিনিটের নেট ব্যাটিংয়ে তামিমকে মাঠের চারপাশে দৃষ্টিনন্দন কিছু শটস খেলতে দেখা গেছে। বেশ কয়েকটি বলে উড়িয়ে সীমানা পার করার শট নিয়েছেন। ঠিক যেন শতভাগ ফিট এবং ফর্মে থাকা সেই দুর্দান্ত তামিম ইকবাল। এই হাঁটুর ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের আর ব্যাট হাতে নামা হয়নি তামিম ইকবালের। তাকে যেতে হয় পুনর্বাসনে।

দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার কারণে তামিম দেশের মাটিতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি। টানা তিন সিরিজ না খেলায় তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন। যদিও জানা গেছে, দলের কোচ এবং অধিনায়ক মাহমুদউল্লাহই তামিমকে চাননি। বিশ্বকাপে না খেললেও নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে যাবেন তামিম।

 

সূত্রঃ কালের কণ্ঠ