মাঠেই সতীর্থ ক্রিকেটারকে মারধর করলেন শাহাদাত

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

২২ গজের মতো মাঠের বাইরেও আগ্রাসী শাহাদাত হোসেন রাজীব। ইতিমধ্যে নানা নেতিবাচক কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। ফের একই কারণে খবরে এলেন সাবেক বাংলাদেশ পেসার। এবার জাতীয় লিগে ম্যাচ চলাকালীন সতীর্থকে মারধর করে আলোচনায় তিনি

এখন লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের খেলা চলছে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে খেলছে ঢাকা বিভাগ। ম্যাচের দ্বিতীয় দিন (রোববার) ফিল্ডিংয়ের সময় মোহাম্মদ আরাফাতের ওপর রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি শাহাদাত। একপর্যায়ে সতীর্থকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন তিনি। এমনকি লাথিও মারেন।

প্রথম ইনিংসে ঢাকার ২৭৯ রানের জবাবে ব্যাট করছিল খুলনা। বল হাতে ভিন্ন কিছু করতে বলের একটি নির্দিষ্ট অংশ ঘষে দিতে আরাফাতকে নির্দেশ দেন শাহাদাত। তাতে রাজি হননি তিনি। ফলে ক্ষেপে যান ৩৩ বছর বয়সী এ পেসার।

রাগে ও ক্ষোভে মাঠেই আরাফাতের গায়ে হাত তোলেন শাহাদাত। এরই মধ্যে বিসিবিকে বিষয়টি জানিয়েছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ।

অতীতে নানা বিতর্কিত কর্মকাণ্ডে এমনিতেই বোর্ডের আতশি কাচের নিচে রয়েছেন শাহাদাত। এবারও যে বড় শাস্তি পেতে যাচ্ছেন তা নিশ্চিত করেই বলা যায়।

এর আগে ২০১৫ সালে গৃহকর্মীর ওপর নির্যাতনের অপরাধে সস্ত্রীক লম্বা সময় জেল খাটেন শাহাদাত হোসেন। আলোচিত ওই ঘটনার পরও ডানহাতি পেসারের আচরণে নমনীয় ভাব আসেনি। গেল বছর রাজধানীর আসাদগেটে তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় এক সিএনজি ড্রাইভারের গায়ে হাত তুলতে চান তিনি। সেই ঘটনাও খুব একটা পুরনো খবর নয়।