মাইক্রোসফট-টিকটক চুক্তি হবে ‘বিষের পেয়ালা’: বিল গেটস

চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের সঙ্গে মাইক্রোসফটের সম্ভাব্য চুক্তিকে ‘বিষের পেয়ালা’ বলে আখ্যা দিয়েছেন কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যারডের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটি বলেন বিল গেটস।

তার মতে, টিকটকের অংশ অধিগ্রহণ সহজ বা সাধারণ হবে না। মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বলেন, কে জানে এই চুক্তি নিয়ে কী হবে? তবে হ্যাঁ, এটি একটি বিষাক্ত পেয়ালা।

মাইক্রোসফটের সামাজিকমাধ্যম খাতে আসা নিয়ে সতর্ক করেন বিল গেটস। তার মতে, সামাজিকমাধ্যম ব্যবসায় বড় খেলোয়াড় হওয়াটা সহজ কোনো খেলা নয়।

এদিকে টিকটকের মালিকানা কেনার দৌড়ে নাম লিখিয়েছে টুইটারও। তবে টিকটক মাইক্রোসফটকে ‘হারিয়ে’ এই দৌড়ে টিকে থাকতে পারবে কি না, তা নিয়ে অবশ্য সন্দেহ আছে প্রযুক্তি বিশ্লেষকদের।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন