মহানগরীতে ১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে আলাদা দুইটি অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। শনিবার (৬ আগস্ট) রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, আটকরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর পশ্চিমপাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে মো. ইকতিয়ার উদ্দিন (৩৯), রাজশাহী মহানগরীর কর্ণহার থানার স্বরমংলার ইয়ার মোহাম্মদের ছেলে মো. কামাল হোসেন (৫০) ও একই এলাকার খাইরুল ইসলামের ছেলে মো. পিয়াস (২৮) এবং কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ভাজরা গ্রামের মৃত আ. রবের ছেলে সামসুল হক (২৯)। সে ঢাকার মুগদা থানার মানিক নগর ওয়াসা রোড এলাকার বাসিন্দা।

গতকাল শুক্রবার বিকেল ৪টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা মো. আব্দুস ছালাম, এসআই মো. রবিউল ইসলাম ও তার টিম মহানগর এই ডিউটিতে ছিলেন। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কর্ণহার থানার স্বরমংলা গ্রামের মাদক ব্যবসায়ী পিয়াসের বাড়িতে কিছু ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।

বিজ্ঞপ্তিতে মো. রফিকুল আলম জানান, ওই সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল সাড়ে ৪ টায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন এবং একজন পলিয়ে যান। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার হয়।

অপর দিকে একই দিন বিকেল পৌনে ৫টায় পুলিশ পরিদর্শক মো. আশিক ইকবাল, এসআই সুমন কুমার সাহা ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার দাসপুকুর মোড়ে একটি প্রাইভেট কার আটক করেন। পরবর্তীতে প্রাইভেট কারটি তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার হয় এবং চালক সামসুল হককে আটক করা হয়। গাঁজা পরিবহনে সামসুলের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

জি/আর