প্রিয় মহানগরীটি এখন রাজশাহীর ‘হটস্পট’

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী জেলায় সর্বোচ্চ শানাক্তকৃত করোনা আক্রান্ত রোগী এখন সিটি কর্পোরেশন এলাকায়। ২২ জন শনাক্ত রোগী নিয়ে রাজশাহী মহানগরী এখন জেলার মধ্যের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত।

যদিও সিভিল সার্জনের হিসেব নগরীতে কম আক্রান্ত দেখাচ্ছে। বৃহস্পতিবার রামেক হাসপাতালের ল্যাবে একত্রে ৬জন শনাক্ত হয়, যাদের প্রত্যেকের বাড়ি মহানগরীতেই, তবে একজনের কর্মস্থল রাজশাহীর বাইরের জেলায়।

তবে আরএমপিসহ জেলা পুলিশের দাবি পবা উপজেলায় আক্রান্ত ৫ জনও মহানগরীর বাসিন্দা। সেই হিসেবে মহানগরীতে আক্রান্তের সংখ্যা ২২। আরএমপি’র এলাকা পবা পর্যন্ত বর্ধিত হওয়ায় তারা পবার ৫জন রোগীকে মহানগরীর বলে উল্লেখ করছেন।

মহানগরীতে ২২ জন আক্রান্তদের তালিকায় আছে সরকারি কর্মকর্তা, রাসিকের কর্মচারী, কাউন্সিলরের ছেলে, ওষুধ কম্পানির সেলস ম্যান, শিক্ষার্থী এমনকি গৃহিনী।

রাজশাহী অঞ্চলের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, এই অঞ্চলে করোনা এখন সামাজিক ভাবে বিস্তার লাভ করতে শুরু করেছে। তিনি করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে বলছেন।

রাজশাহীর সিভিল সার্জনের দেয়া তথ্য মতে, রাজশাহীর ৯টি উপজেলা ও মহানগরীতে বৃহস্পতিবার পর্যন্ত মোট শনাক্তকৃত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ জন।

এদের মধ্যে নগরীতেই ১৭ জন। এর পরের স্থানে আছে তানোরা, সেখানে আক্রান্ত ১২জন। পুঠিয়ায় ৯জন, বাঘায় ৬, চারঘাটে ৬, দুর্গাপুরে ৩, বাগমারায় ৬, মোহনপুরে ৭, পবায় ৫ ও গোদাগাড়িতে ১জন করোনা পজিটিভ।

স/রা