মহাদেবপুরে সড়কে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক আটক


মহাদেবপুর প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ সড়কে প্রতিবন্ধকা সৃষ্টি করে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে। এরা হলো চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে শরিফুল ইসলাম (২৩) ও গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের মানিরুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন (২৪)। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট রাত সাড়ে ১২টায় উপজেলার মহাদেবপুর-পোরশা পাকা সড়কের বিশ্বনাথপুর মুখইর নামক স্থানে অটোচার্জার দিয়ে সড়কে বেড়িকেড দিয়ে একদল ছিনতাইকারি বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মারপিট করে নগদ টাকা ও মোবাইলফোন ছিনতাই করে।

এব্যাপারে উপজেলার হাতুড় ইউনিয়নের বনগ্রাম গ্রামের মৃত বুদ্ধেশ্বর ওড়াও এর ছেলে মিলন ওড়াও বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্সসহ ৯ আগস্ট অভিযান চালিয়ে চাপাইনবাবগঞ্জ থেকে আসামীদের আটক করেন। তাদের কাছ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ছিনতাই করা মোবাইলফোন উদ্ধার করেন।