মহাদেবপুরে শ্রমিক পিটানো সেই সাজুর ১২ হাজার টাকা জরিমানা


মহাদেবপুর প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে মজুরি চাওয়ায় টর্চার সেলে আটকে রেখে শ্রমিক নির্যাতনের ঘটনায় উপজেলা সদরের খাদ্যগুদাম এলাকার মৃত মোদাচ্ছের আলীর ছেলে সাজেদুর রহমান সাজুর ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় মহাদেবপুর থানার নির্মাণাধীন ভবনের প্রথম তলায় এক সালিশি বৈঠকে মারপিটের ঘটনায় ভুল স্বীকার করে শ্রমিকদের ট্রাক লোড-আনলোডের বকেয়া মজুরি ২ হাজার ৯২০ টাকা পরিশোধসহ এ জরিমানা দেয় সাজু। এই সালিশে উপস্থিত থেকে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ। এতে বাদী-বিবাদীসহ অভিযোগটির তদন্তের দায়িত্বে থাকা থানার এসআই আশিস সরকার ও কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

এরআগে ৮ সেপ্টেম্বর শুক্ররার এ ব্যাপারে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী জেলার মান্দা উপজেলার মদনচক গ্রামের ব্রোজেন্দ্রনাথ প্রামাণিক। এনিয়ে সম্প্রতি ‘মহাদেবপুরে মজুরি চাইতে গিয়ে মারপিটের শিকার দুই শ্রমিক’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তোলপাড় শুরু হয়। এলাকায় ছি: ছি: রব উঠে। টনক নড়ে কর্তৃপক্ষের। বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়। শ্রমিক পিটিয়ে সমালোচিত সেই সাজুর বিচারের দাবিও জানান শ্রমিকরা।