বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৭ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মহাঅষ্টমী, মূল আকর্ষণ কুমারী পূজা

Paris
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১১:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী। এ দিনের মূল আকর্ষণ কুমারী পূজা। অষ্টমী পূজা সকাল সাড়ে ৬টায় শুরু হলেও কুমারী পূজা বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীর সাগরপাড়া ঘোড়ামারা ত্রিনয়নী মন্দির কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

মহানগরীর সাগরপাড়া ঘোড়ামারা ত্রিনয়নী মন্দির কুমারী প্রতিমা হিসেবে ভক্তের কাছে এসছেন, মনজ সরকার ও চামরি সরকারের মেয়ে কুমারী অন্দ্রিলা সরকার বাবলী (৮)। আর ঠাকুর ছিলেন, মিন্টু চক্রবর্তী।

বৃহস্পতিবার সকাল থেকে নগরীর পূজা মণ্ডপগুলোতে অষ্টমী পূজা শুরু হয়েছে। কুমারী পূজাও এদিনের পূজাঅর্চনার অংশ।

কুমারী পূজা প্রসঙ্গে নগরীর গঙ্গা মন্দির এলাকার শ্যামলি দাস সিল্কসিটিনিউজকে বলেন, কুমারী পূজার মাধ্যমে নারী জাতি হয়ে উঠবে পূতঃপবিত্র ও মাতৃভাবাপন্ন। নারী জাতির প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে। শাস্ত্র অনুসারে, সাধারণত ১ থেকে ১৬ বছরের সুলক্ষণা কুমারীকে পূজা করা হয়।

আগামী শনিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা সম্পন্ন হবে।

উল্লেখ্য, রাজশাহীতে এ বছর মোট ৪২০টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে নগরীতে ৭২টি পূজামণ্ডপ হবে। বাকি মণ্ডপগুলো রয়েছে জেলার নয়টি উপজেলায়।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর