মসুলের বাসিন্দাদের ঢাল হিসেবে ব্যবহার করছে আইএস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরাকের সরকারি বাহিনীর হামলার মুখে দেশটির দ্বিতীয় বৃহত্তর শহর মসুল দখল করে রাখা সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) স্থানীয়দের মানববর্ম হিসেবে ব্যবহার করছে। শুক্রবার জাতিসংঘের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

 

জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের জানিয়েছেন, তারা বিশ্বাসযোগ্য সূত্র থেকে জানতে পেরেছেন, আদেশ মানতে অস্বীকার করায় আইএস দুই শতাধিক লোককে হত্যা করেছে। এছাড়া মসুলের চারপাশে বসবাসরত কয়েক লাখ লোককে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করেছে আইএস।

 

তিনি বলেন, ‘আইএসের নীচ ও কাপুরুষোচিত এ কৌশলের উদ্দেশ্য হচ্ছে, সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে বেসামরিক নাগরিকদের কিছু নির্দিষ্ট এলাকায় ও পয়েন্টে থাকতে বাধ্য করা, যাতে তারা তাদের সামরিক ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তারা কয়েক লাখ নারী, পুরুষ ও শিশুকে মানববর্ম হিসেবে ব্যবহার করছে।’

 

জাতিসংঘের এই কর্মকর্তা আরো জানান, গত বুধবার ২৩২ জনকে গুলি করে হত্যা করেছে আইএস। এদের অধিকাংশই প্রাক্তন সেনা কর্মকর্তা। এর মাত্র ২৪ ঘন্টা আগে আরো ২৪ জনকে হত্য করেছিল সন্ত্রাসীগোষ্ঠীটি।

সূত্র: রাউজিংবিডি