মসজিদের ভিতরে নয়, বাইরে হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক:

উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র মসজিদের গেটের সামনে মুসল্লিদের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

জানা গেছে, কুমারপাড়া জামে মসজিদ এলাকায় উচ্চস্বরে একজন যুবক গান বাজাচ্ছিল। এ নিয়ে কয়েকজন মুসল্লিরা এসে মাইক বাজাতে বন্ধ করতে বললে ওই তরুণ ক্ষুব্ধ হয়ে উঠে। পরে মুসল্লিদের সাথে কথাটাকা কাটি হয়। এরপর মসজিদের সামনে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ সিল্কসিটি নিউজকে বলেন, ‘মসজিদের পাশে উচ্চস্বরে এক তরুণ গান বাজাচ্ছিল। এ নিয়ে মুসল্লিদের সাথে একটু ঝামেলা হয়। পুলিশ সেখানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে উচ্চ স্বরে গান বাজানো যুবকটিও মুসলিম বলে জানা গেছ। তবে পর উভয়পক্ষ বিষয়টি সমাধান করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

দু:খ প্রকাশ:

এদিকে এই ঘটনার পরে সল্কসিটি নিউজে মসজিদের ভিতরে হাতাহাতি শিরোনামে সংবাদ প্রকাশ হয়। স্থানীয় কয়েকটি সূ্ত্র ভুলভাবে তথ্য দেওয়ায় এই ধরনের শিরোনামে সংবাদটি প্রকাশ হয়। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাব দু:ক্ষিত।

স/শ