মর্মান্তিক নতুন বছর, ভারতে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

ভারতে মর্মান্তিকভাবে শুরু হল নতুন বছর। স্থানীয় সময় শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরের কাটরায় মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৪ জন।

জানা গেছে, নতুন বছরের প্রথম দিন ভোরে ভক্তদের ব্যাপক ভিড়ের ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের উপরে মন্দিরের গর্ভগৃহের বাইরে পদদলিত হওয়ার এই ঘটনা ঘটেছে। নতুন বছরে অতিরিক্ত ভক্ত সমাগমের জেরে এই দুর্ঘটনা। এরই মধ্যে জম্মু ও কাশ্মীর পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। আহতদের মাতা বৈষ্ণো দেবী নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকেরই শারীরিক অবস্থা ‘গুরুতর’ বলে জানিয়েছে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, ‘অনুমতি পত্র’ ছাড়াই বহু ভক্ত ভোরে ঢুকে পড়েন বৈষ্ণ দেবী মন্দিরে। এরপরই হুড়োহুড়িতে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনা প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং বলেন, “ঘটনাটি ভোর ২টা ৪৫ মিনিটের দিকে ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভক্তদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে তারা একে অপরকে ধাক্কা দেয়। এরপরই পদদলিত হওয়ার এই ঘটনা ঘটে।”

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন