শুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মরহুম আহসানুল হক পিন্টুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল 

Paris
ফেব্রুয়ারি ২, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আহসানুল হক পিন্টুর আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনের প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী-২ (সদর)  আসনের সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উলামা কল্যান পরিষদ, রাজশাহীর সভাপতি ও সাহেব বাজার বড় মসজিদের ইমাম মাওলানা আব্দুল গণি।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মরহুম আহসানুল হক পিন্টুর বড় ভাই আবু হেনা ও বাবলু, উলামা কল্যামা কল্যান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ আলী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ডা. তবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক  মোস্তাক হোসেন, দপ্তর সম্পাদক মাহবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন রেজা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীর রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সদস্য মোকাদ্দেস হোসেন লাবলু, মুশফিকুর রহমান হাসনাত, নজরুল ইসলাম তোতা, হাবিবুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, এ্যাড. শামীম আখতারী, বাদশা শেখ, ইউনুস আলী, মোখলেছুর রহমান কচি, এ্যাড. রাশেদ উন নবী আহসান, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, মহানগর শ্রমিক লীগের সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মমিন, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।

সর্বশেষ - রাজশাহীর খবর