মমতার জন্য হাঁড়িভাঙ্গা আম পাঠালেন শেখ হাসিনা

সিল্কসিটি নিউজ ডেস্ক :
সোমবার (১২ জুন) দুপুরে বেনাপোল পেট্রাপোল বন্দরের নোম্যান্সল্যান্ডে খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়।

এ উপহার দুই দেশের বন্ধুত্ব আরও জোরদার করবে বলে মনে করেন দুই দেশের প্রতিনিধিরা।এদিকে আম বোঝাই ট্রাকটি বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, ভারতের পেট্রাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের অ্যাসিস্টেন্ট কমিশনার গিরিধারি সারেঙ্গি।