মঙ্গলবার , ১ অক্টোবর ২০১৯ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মদের বোতলে জাবি ছাত্রলীগ কর্মীর মাথা ফাটাল আরেক কর্মী

নিউজ ডেস্ক
অক্টোবর ১, ২০১৯ ১০:১৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মদের বোতল দিয়ে আঘাত করলে ছাত্রলীগের দুই কর্মীসহ ছয় জন আহত হয়েছেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সিএসই ও কম্পিউটার সায়েন্স ভবনের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।
এসময় গুরুতর আহত হন, সাব্বির হোসেন নাহিদ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণি (৪৪ তম ব্যাচ) ও শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী।

অভিযুক্তরা হলেন, আফনান হোসেন আপন (অর্থনীতি, ৪১ ব্যাচ), নাজিমুল বরণ (অর্থনীতি, ৪২ ব্যাচ), জাকির (দর্শন, ৪৬ ব্যাচ), নাজমুল (দর্শন, ৪৫ ব্যাচ), জাহিদ (প্রাণিবিদ্যা, ৪৭ ব্যাচ)।

এদিকে মারধরের সঙ্গে জড়িতদের বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে শহীদ রফিক-জব্বার হলের ভুক্তভোগী শিক্ষার্থীরা।

অভিযোগপত্রে তারা জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্বেচ্ছাসেবক হিসেবে দুপুর দুইটায় এক ভর্তিচ্ছু নিয়ে পরীক্ষকেন্দ্রে পৌঁছে দিতে সিএসই ভবনের সামনে যায় সাব্বির। সাব্বির পরীক্ষা কেন্দ্রের সামনে গেলে অভিযুক্তরা তাদের দোকানে টাকার বিনিময়ে মোবাইল ও ব্যাগ রাখার জন্য বলে। এতে প্রতিবাদ করলে অভিযুক্তদের সাথে সাব্বিরের তর্ক হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাদের সাথে সাব্বিরের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় অভিযুক্ত জাকির অকথ্য ভাষায় গালিগালাজ ও চড় থাপ্পড় দেয়। এসময় অভিযুক্ত জাহিদ মদের বোতল দিয়ে আঘাত করলে সাব্বিরের মাথা ফেটে যায়।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির দৃষ্টিতে ছাত্রলীগের কেউ অভিযুক্ত হলে তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ছাত্রলীগের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালীন এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা কাম্য নয়। মারামারির এ ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।’

সর্বশেষ - রাজশাহীর খবর