মচমইল স্কুলের প্রতিষ্ঠাতা গাজি রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

শামিম রেজা, বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম গাজি রহমান খামারুর ৪৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা আ’লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনিল কুমার সরকারের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাসির উদ্দীন খাঁন, সাবেক প্রধান শিক্ষক আহসান হাবিব, মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ, সাবেক শিক্ষক এবিএম আব্দুল জব্বার।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আহাদ আলী সরদার, আবুল কালাম আজাদ, বরকতুল্লাহ, মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, আব্দুল হামিদ সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

স/আ