উত্তরাঞ্চলে ভয়াবহ বিদ্যুৎ সঙ্কট : গরমে চরম দুর্বিষহ জনজীবন


আমজাদ হোসেন শিমুল:

ভয়াবহ বিদ্যুৎ সঙ্কটের কবলে পড়েছে উত্তরাঞ্চলের দুই বিভাগের ১৬ জেলার লাখ লাখ মানুষ। উত্তরাঞ্চলে কয়েকদিন ধরে চাহিদামত বিদ্যুতের সরবরাহ করতে না পারায় আষাঢ়ের ভ্যাপসা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে এই অঞ্চলের মানুষের জনজীবন।

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের আট জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা ৪৪১ মেগাওয়াট। কিš‘ গত কয়েকদিন ধরে সরবরাহ পাওয়া যা”েছ এর চেয়ে কম। সর্বশেষ গত রবিবার রাজশাহী অঞ্চলের বিদ্যুতের চাহিদা ছিল ৪৪১ মেগাওয়াট। কিš‘ সরবরাহ ছিল ৩৫০ মেগাওয়াট। অর্থাৎ রাজশাহী বিভাগের ৮ জেলায় বিদ্যুতের ঘাটতি ৯১ মেগাওয়াট। আর গতকাল সোমবার রাজশাহী মহানগরীতে ১০০ মেগাওয়াট বিদ্যতের চাহিদার বিপরীতে ৬১ মেগাওয়াট সরবরাহ থাকায় ঘাটতি ছিল ৩৯ মেগাওয়াট। ফলে দিনে- রাতে রাজশাহী অঞ্চলে এক তৃতীয়াংশ সময় বিদ্যুৎ থাকছে না। এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

রাজশাহী মহানগরী এলাকার বাসিন্দা গোলাম সারওয়ার বলেন, ‘রাজশাহী নগরীসহ জেলায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়। আধা ঘণ্টাও থাকছে না বিদ্যুৎ। তাই বিদ্যুৎ নিয়ে ছেলেভুলানো গল্প আর কত! মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হয়না। বিদ্যুৎ ব্যব¯’াপনা মহাসংকটে। বিদ্যুতের মহাবিপর্যয়ের বা সংকটের প্রকৃত কারণ নিয়ে রহস্য দেখা দিয়েছে। উর্ধ্বতন কর্মকর্তারাও জানেন না কী সমস্যা। কবে সমাধান হবে, তাও কেউ বলতে পারছে না। আমরা দ্রুত বিদ্যুৎ নিয়ে এমন ভ্যালকিবাজির অবসান চাই। দ্রুত বিদ্যুতের সমস্যার সমাধান চাই।’

বিদ্যুতের এমন ভেলকিবাজি সম্পর্কে জানতে চাইলে নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, ‘ ‘জাতীয় গ্রিড থেকে চাহিদা মত বিদ্যুৎ পাওয়া যা”েছ না। তাই বিদ্যুতের ঘাটতি পূরণ করতে বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হ”েছ। সমস্যাটা আসলে কী সেটা আমরাও জানি না।’

রংপুর অঞ্চল নেসকো সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলায় বিদ্যুৎ বিভ্রাট আরও চরমে। রংপুর অঞ্চলে ৯২২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে গত সোমবার সরবরাহ ছিল মাত্র ৫৭০ মেগাওয়াট। অর্থাৎ রংপুরের আটক জেলায় দৈনিক বিদ্যুতের ঘাটতি ৩৫২ মেগাওয়াট। আর গতকাল সোমবার রংপুর মহানগরীতে ৬০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিরপীতে সরবরাহ ছিল মাত্র ২৯ মেগাওয়াট।

রংপুর শহরের বাসিন্দা ফারুক হোসেন বলেন, ‘২৪ ঘণ্টায় গড়ে অর্ধেক সময়ই বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড গরমে নগরবাসির জীবন একেবারের বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা দ্রুত বিদ্যুতের এমন ভয়াবহ সংকটের সমাধান চাই।’

জানতে চাইলে নেসকোর রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী শাহাদৎ হোসেন সরকার বলেন, ‘জাতীয় গ্রীডে বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। তাই ঘাটতি পূরণে আমাদেরকে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। কবে নাগাদ এর সমাধান হবে তা বলা সম্ভব হচ্ছে না।’

এস/আই