ভ্যাপসা গরমের পরে রাজশাহীতে এক পশলা শান্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:

কয়েকদিন ধরেই ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ। মাঝে বৃষ্টি হচ্ছে, তারপরেও গরম যেন থামছে না। বিশেষ করে দিনের বেলায় তীব্র রোদে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছেন। বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলোর নাভিশ্বাস উঠে যায়।

আজ রবিবার সকাল থেকেও ছিল একই অবস্থা। গতকাল শনিবার দিনভরও ছিল সেই দশা। তবে আজ বিকেল সাড়ে তিনটার দিকের এক পশলা বৃষ্টিতে নেমে আসে শান্তি সুবাতাস। প্রাণজুড়ে যায় হিমেল হাওয়ায়। বিকেল চারটার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত আকাশে মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টিও ছিল।

এদিকে বৃষ্টির কারণে নগরীর নিউ মার্কেট এলাকাসহ বিভিন্ন এলাকায় তাৎক্ষণিব জলাবদ্ধতার সিৃষ্টি হয়। তবে পরে সেই পানি দ্রুত নেমে যায়। স্বাভাবিক হয়ে আসে রাস্তা।

নগরীর উপশহর এলাকার বাসিন্দা নুসরাত জাহান বলেন, ‘গরমে খুব কাহিল হয়ে গেছিলাম। এখন অনেকটা শান্তি পাচ্ছি। এক পশলা বৃষ্টির সঙ্গে বাতাসটা প্রাণ জুড়িয়ে দিয়েছে।’

স/আর