ভোলাহাটে পুলিশের উপর হামলা: ভাইসহ আ’লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার স্বীকার হয়েছে থানা পুলিশ। এ সময় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।

আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই আবুল কালাম ও কনস্টেবল আবদুস সালাম। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় ভোলাহাট থানায় ১১ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ভোলাহাট থানার ওসি মো. ফাছিরউদ্দীন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার দলদলি ইউনিয়নের পোলাডাঙা এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে যায় পুলিশ। অভিযানে ওই গ্রামের মাদক ব্যবসায়ী বাবুকে একটি ছোরাসহ আটক করা হয়। খবর পেয়ে অন্য মাদক ব্যবসায়ী ও দলদলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরজেদ আলী ভুট্টু তার ক্যাডার বাহিনী নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করে বাবুকে ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে হামলাকারী আরজেদ আলী ভুট্টু ও তার ভাই রুমেজ উদ্দীনকে আটক করা হয়।

আটককৃতরে শুক্রবার সকালে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আওয়ামী লীগ নেতা আরজেদ আলী ভুট্টু একটি সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ ব্যবসা চালিয়ে আসছিলেন বলেও ওসি জানান।

স/অ