শুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভৈরবে মালবাহী ট্রেন লাইনচ্যুত

Paris
সেপ্টেম্বর ৩, ২০২১ ৯:২১ পূর্বাহ্ণ

ভৈরবে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় চট্রগ্রাম থেকে ঢাকা আসার পথে ভৈরব রেলওয়ে স্টেশনের দুই কিলোমিটার পশ্চিমে রামনগর রেলওয়ে সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।

মালবাহী ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশন পার হওয়ার ১০ মিনিট পরই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয় বলে রেলওয়ে প্রকৌশলীরা জানিয়েছেন। খবর পেয়ে রাত সাড়ে ১২ টায় আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

ভৈরব রেলওয়ের সহকারী প্রকৌশলী জিসান দত্ত জানান, চট্রগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেনটি রাত সোয়া ১০ টার দিকে রামনগর এলাকার কাছে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। আখাউড়া থেকে আসা রিলিফ ট্রেনের কর্মীরা উদ্ধার কাজ করছে।

এক ঘন্টার মধ্য বগিটি উদ্ধার হতে পারে বলে তিনি জানান। তবে এ ঘটনায় ঢাকা-চট্রগ্রাম রেলওয়ে পথে কোন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। ডাবল লাইন থাকায় বিপরীতগামী লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলাচল করছে।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়