ভৈরবে ব্যবসায়ীর সতেরো লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরবে সেলিম মিয়া নামে এক চাল ব্যবসায়ীর কাছ থেকে ১৬ লাখ ৬৩ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শম্ভপুর এলাকার মোল্লা সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ছিনতাইয়ের স্বীকার সেলিম মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেলিম মিয়া উপজেলার কালিপুর গ্রামের আমির হোসেন মিয়ার পুত্র।

ছিনতাইয়ের স্বীকার সেলিম জানান, প্রতিদিনের মতো ব্যবসায়ীক তাগাদা শেষে ভৈরব বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি সিএনজিযোগে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা করেন। পথে শম্ভপুর রেল ক্রসিং অতিক্রম করার পর পরই সেলিমের সাথে সিএনজিতে বসা অপর চার যাত্রী আচমকা ছুড়ি ধরে সেলিমের মুখসহ হাত-পা বেঁধে ফেলে। পরে মোল্লা সিএনজি পাম্পের কাছাকাছি পৌঁছালে সেলিমের সাথে থাকা ১৬ লাখ ৬৩ হাজার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে হাত-পা বাঁধা অবস্থায় সিএনজি থেকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে ছিনতাইকারী চক্রটি পার্শ রাস্তায় বাশগাড়ির দিকে চলে যায়।

এ ব্যাপারে ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার জানান, ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ ইতোমধ্যে অভিযানে নেমেছে।