ভৈরবে বন্ধুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত সর্দার নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত সর্দার ও মাদক কারবারি মরম আলী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয় পুলিশ সদস্য। এ ছাড়াও ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ড গুলি, ৫টি রামদা, ২৫ বোতল ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বিশেষ অভিযানের উদ্দেশে গতকাল মঙ্গলআর দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ চানপুর যাওয়ার পথে চানপুর ব্রিজের কাছে পৌঁছালে ডাকাত দল পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এ সময় পুলিশ ও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। গুলাগুলিতে পুলিশের এসআই জাহাঙ্গীর আলম, মতিউজ্জামান, কনষ্টেবল আফজালসহ ছয়জন পুলিশ সদস্য আহত হয়। এ সময় ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ডাকাত সর্দার মরম আলী গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ভৈরব থানার ওসি মোঃ মোখলেছুর রহমান বলেন, নিহত মরম আলী আন্তঃজেলা ডাকাত সর্দার। তার নামে ভৈরবথানাসহ পার্শ্ববর্তী কুলিয়ারচর,বাজিতপুরসহ বিভিন্ন থানায় ডাকাতি ও মাদক মামলা রয়েছে।