ভূমিকম্পে ভারতে পাহাড়ধস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভূমিকম্পে বুধবার সকালে কেঁপে উঠল ভারত ও বাংলাদেশের কয়েকটি অঞ্চল। তবে সবচেয়ে বেশি অনুভূত হয়েছে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জেলায়।

রিখটার স্কেলে ৬.৪ মাত্রার এই ভূমিকম্পে বাড়ি ও রাস্তায় ফাটল দেখা দিয়েছে। এমনকি ভূমিকম্পের জেরে আসামে ভেঙে পড়েছে একটি পাহাড়ের অংশও।

আসামের অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তে অবস্থিত ভৈরবকুণ্ড পাহাড়ের একটি অংশ ভেঙে পড়েছে বুধবারে ওই ভূমিকম্পে।

সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সেখানে দেখা যাচ্ছে, ধীরে ধীরে পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ছে।  মুহূর্তের মধ্যে এই ভিডিও ছড়িয়ে পড়ে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

বুধবার সকাল ৭টা ৫১ মিনিটে শোণিতপুরে প্রথম কম্পন অনুভূত হয়।  গুয়াহাটির কাছে শোণিতপুরে ভূপৃষ্ঠের থেকে ২১.৪ কিলোমিটার ভূগর্ভের উৎসস্থল বলে জানা গেছে।  পরে ৭টা ৫৪ মিনিটে কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায়। কেঁপে ওঠে পায়ের তলার মাটি।

এ ছাড়া মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভব করেন বাসিন্দারা। এমনকি কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।

এর প্রভাবে বাংলাদেশের রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।