ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার এরদোয়ানের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

শক্তিশালী ভূমিকম্পের হানায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি এক টুইট বার্তায় এ মন্তব্য করেছেন।

তিনি জানান, সমস্ত প্রাসঙ্গিক প্রতিষ্ঠান এবং মন্ত্রীদের সঙ্গে ঐ অঞ্চলে প্রয়োজনীয় কাজ শুরু করার পদক্ষেপ নিয়েছি।

দেশটিতে শুক্রবারের শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সেইসঙ্গে ১২০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছে।

ইজমির শহরের মেয়র জানিয়েছে ভূমিকম্পে তার শহরের অন্তত ২০ টি বিল্ডিং বিধ্বস্ত হয়েছে।

এদিকে একই ভূমিকম্পে কেঁপে উঠেছে গ্রিসের উত্তরাঞ্চল। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছে, তুরস্কের ইজমির প্রদেশের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ ।

তবে তুরস্কের ডেইলি সাবাহ’র প্রতিবেদনে ভূমিকম্পের মাত্রা ৬.৬ বলা হয়েছে। সিএনএন, বিবিসি

সূত্র: ইত্তেফাক