ভূমধ্যসাগরে শক্তি বৃদ্ধি করছে ন্যাটো

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পূর্ব ভূমধ্যসাগরে নৌ উপস্থিতি বাড়াচ্ছে ন্যাটো (উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা)।

সিরিয়ার ইদলিবপ্রদেশে রাসায়নিক সম্ভাব্য হামলার সাজানো নাটক কেন্দ্র করে দেশটির ওপর আমেরিকা ও তার মিত্ররা হামলার আশঙ্কায় ন্যাটো বাহিনীর উপস্থিতি জোরদার হচ্ছে।

ভূমধ্যসাগরীয় অঞ্চলে পশ্চিমা নৌবাহিনীর তৎপরতা পর্যবেক্ষণকারী কয়েকটি ওয়েবসাইটের বরাত দিয়ে রাশিয়ার স্পুটনিক বার্তা সংস্থা জানিয়েছে, ন্যাটো মেরিটাইম গ্রুপ-২ এর কয়েকটি যুদ্ধজাহাজ সিরিয়ার উপকূলের দিকে এগিয়ে আসছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ন্যাটোর বহরে রয়েছে হল্যান্ড, কানাডা ও গ্রিসের কয়েকটি ফ্রিগেট।

ভূমধ্যসাগরে তৎপর মার্কিন নৌবহরের সঙ্গে যুক্ত হতে লসঅ্যাঞ্জেলেস-ক্লাস সাবমেরিন রওনা দিয়েছে। এ সাবমেরিনে দীর্ঘপাল্লার সাবসনিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে।

বেশ কিছু দিন থেকে আমেরিকা ও তার কয়েকটি মিত্র দেশ সিরিয়ার ইদলিবে সরকারি সেনাদের ওপর হামলার অজুহাত খুঁজছে।

এর বিপরীতে সিরিয়া, রাশিয়া তার মিত্ররা বলছে, ইদলিবে রাসায়নিক হামলার নাটক সাজিয়ে আমেরিকা সিরিয়ার ওপর আগ্রাসন চালানোর ষড়যন্ত্র করছে।