বুধবার , ২৪ জুলাই ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

Paris
জুলাই ২৪, ২০১৯ ৯:৪৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।’

তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অসত্য বক্তব্য প্রচার করা হচ্ছে অভিযোগ করে তিনি এ কথা বলেন।

গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আমার নামে আবারও একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করা হচ্ছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমি কখনও কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি এবং আমার কোনো ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট নেই।’

এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে যেসব মতামত প্রকাশ হচ্ছে সেগুলোর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, ‘ওসব ভুয়া অ্যাকাউন্ট থেকে সেসব বার্তা ছড়ানো হচ্ছে তার কোনো দায়-দায়িত্ব আমার ওপর বর্তায় না।’ যারা এই ভুয়া অ্যাকাউন্ট খুলে তার নামে ব্যবহার করছেন তারা গুরুতর অন্যায় ও অনৈতিক কাজ করছেন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘আমি আশা করব এই জঘন্য কাজ থেকে তারা বিরত থাকবেন।’

সর্বশেষ - রাজনীতি