“ভুড়িয়াল ‘এ’র পেটে সাত প্যাঁচ”

 

রফিকুল ইসলাম

বর্ণের স্বরবর্ণরা আজ এলোমেলো
ক্ষুদার রাজ্যে ‘আ’ বলে আমি রাজা
উজির বেটা ‘উ’ কই জ্বি হুজুর
তাই শুনে ‘অ’ হাসে অট্টহাসি।
দিনমজুর ‘ঈ’র ঘরে ঈদের খুশি
টাকার কুমির ‘উ’ খোঁজে মনের শান্তি
মানবধর্মে ‘ঊ’ আজ পথের ফকির
পরের ধনে পোদ্দারিতে ‘ঋ’তে ঋষি।
ভুড়িয়াল ‘এ’র পেটে সাত প্যাঁচ
নেশার ঘরে ‘ঐ’র কণ্ঠে ঐক্যতার বাণী
‘ঐ’ বলে হয়েছে আয় আমার কাছে
সবিশেষ দেখে ‘ঔ’ ছুটে বৃন্দাবনে।