ভিবিডি রাজশাহীর ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) রাজশাহী জেলা শাখা। সোমবার নগরীর আসাম কলোনী বউ বাজার এলাকায় অবস্থিত জাগো ফাউন্ডেশন স্কুলের ৩০০জন সুবিধাবঞ্চিত শিশুদের  সাথে  সংগঠনের ভলেন্টিয়ারদের ইফতার অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রমজানের ফযিলত ও গুরুত্ব বুঝাতে “শুকরান-এ রমযান” নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভিবিডি রাজশাহী জেলার সভাপতি- মো: জিহাদুল ইসলাম, সহসভাপতি- মাহমুদা রহমান, কোষাধ্যক্ষ- মায়শা তাসনীম, মানব সম্পদ কমকর্তা- পূজন সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন- জাগো ফাউন্ডেশন স্কুল রাজশাহী শাখার সিনিয়র প্রজেক্ট অফিসার মইনুল ইসলাম, ভিবিডির ভলান্টিয়ার- আহসানুল হক, মায়াবী আক্তার, সবুজ, আকাশ, অরণ্য, ইউসুফ, সন্দীপ, হানিফ, রাজু প্রমুখ।

উল্লেখ্য,সংগঠনটির প্রায় ৩৫ হাজার  ভলান্টিয়ার বাংলাদেশের ৩২টি জেলায় কাজ করে যাচ্ছে। জাতিসংঘ কর্তৃক ঘোষিত এসডিজি এর ১৭টি উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নেও কাজ করছে সংগঠনটি।