ভিপিএন ব্যবহার করায় শত শত লোকের বিরুদ্ধে মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শত শত মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় প্রশাসনের এমন আচরণের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো।

শ্রীনগর পুলিশের সাইবার বিভাগের প্রধান তাহির আশরাফ বলেন, শত শত কাশ্মীরি ভিপিএনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বেআইনি কর্মকাণ্ড করছিলেন। তাদের চিহ্নিত করেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

ভারত সরকার সম্প্রতি কাশ্মীরে নিষিদ্ধ থাকা শতাধিক ওয়েবসাইটে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়। এরমধ্যে আমাজন, ফ্লিপকার্ট এবং বিভিন্ন সংবাদমাধ্যম রয়েছে। তবে বন্ধ রয়েছে ফেসবুক, টুইটার এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এছাড়া মোবাইলে শুধুমাত্র টু জি স্পিডই পান তারা। নিষিদ্ধ ওয়েবসাইটগুলোতে প্রবেশের জন্যই সেখানকার বাসিন্দারা ভিপিএন ব্যবহার করতেন।