ভিডিও কনটেন্ট বানাবে ফেইসবুক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কয়েক বছর ধরে ফেইসবুকের নজর ভিডিও সেবার দিকে। সহজে ভিডিও শেয়ারিং, ভিডিও চ্যাটিং, লাইভ স্ট্রিমিংসহ বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে মাধ্যমটিতে। এবার ফেইসবুক তৈরি করতে যাচ্ছে টেলিভিশনের মতই ভিডিও কনটেন্ট। সম্প্রতি ব্যবসা প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমে বিজনেস ইনসাইডার এক প্রতিবেদন এই তথ্য উঠে এসেছে।

 

ফেইসবুক দুই ধরনের ভিডিও কনটেন্ট তৈরির পরিকল্পনা করছে। একটি হবে বড় বাজেটের মেগা সিরিয়াল। যা অনেকটা গেইম অফ থ্রোনস সিরিজের মত হবে। আরেকটি হবে কম সময়ে এবং কম বাজেটের।

 

ইতোমধ্যে ভিডিওয়ের কাজের জন্য কর্মকর্তা নিয়োগ দেওয়া শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। তবে বিষয়টি নিয়ে অফিসিয়ালভাবে কোনো তথ্য ও মন্তব্যে জানাননি মার্ক জাকারবার্গের ফেইসবুক।

 

বর্তমানে সময়ে ভিডিও শেয়ারিংয়ের ক্ষেত্রে জনপ্রিয় মাধ্যম ইউটিউব। তাই ফেইসবুকের প্রথম নজর ইউটিউবের দিকে। এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকলেই ফেইসবুকের এই নতুন কৌশল।

 

বিশ্লেষকরা ধারণা করছেন, পরবর্তীতে ভিডিও সেবায় আরও নানা চমক আনতে পারে ফেইসবুক। তবে তা কি ইউটিউবে সাথে পাল্লা দিয়ে এগিয়ে থাকতে পারবে?