‘ভিআইপিরা এলে ভাঙা রাস্তা ঠিক করা হয়’

নিজস্ব প্রতিবেদক:

মন্ত্রী আশারা অপেক্ষায় প্রহর গুনছেন রাজশাহীর বাগমারাবাসি। সে সুবাদে সাজানো হয়েছে সভাস্থলসহ আশেপশের রাস্তাঘাট। তাই তারাহুরা করে ভাঙা রাস্তার কাজ করাচ্ছেন কর্তৃপক্ষ। কোন মতে মন্ত্রী চলে গেলে যে কার সেই অবস্থায় পরিণত হবে এটি বলছেন এলাকাবসি।

 

বলছিলাম রাজশাহীর বাগারার কথা, আজ শনিবার বাগারায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আসবেন। এমন খবরে কয়েকদিন আগে থেকেই শুরু হয় এলাকার রাস্তাঘাটের সংস্কারের কাজ। তিনি যদিও আকাশ পথে আসবেন। তবুও স্থানীয় নেতাকর্মীদের আসার জন্য রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে।

14151710_1786627774959660_1223608095_o copy
আজ শনিবার বাগমারা ভবানীগঞ্জ সভাস্থলে যাওয়ার পথের মোহনপুরের দিষাহারা এলাকায় রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে। রাস্তার আশে পাশে ছোট-বড় গর্ত বন্ধ করার কাজ । এই কাজে ব্যবহার করা হচ্ছে নিম্ন মানে ইট শুড়কি।

 

মোহনপুর দিষাহারা এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, ‘ভিআইপি কেউ এলে ভাঙা রাস্তা জোরাতালি দিয়ে ঠিক করা হয়। আর সেই এলাকাকে ঢেলে সাজানো হয়। আর সাজানোর মধ্যে পরে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন স্থাপনা সংস্কারের কাজ। যেন সেই এলাকার রং ও রূপ পরিবর্তন করে দেওয়া হয় নিমেসেই। কিন্তু সেই কাজটি কতোটা দূর্ঘস্থায়ী হয়, সেটাই দেখার বিষয়।’

14067664_1071971736190601_4818921096617640850_n copy
তিনি আরো বলেন, ‘শুধু এই এলাকাই নয়, যে কোন এলাকায় কোন মন্ত্রী আসলেই রাস্তা সংস্কারের কাজ হয়। তারা ছাড়া আর কাজে নাম নেই।

 

 

 

আবার কাজ হলেও নিম্ন মানে। তা বেশি দিন ভালো থাকে না। কর্তৃপক্ষের দেখভাল করে না। যেন কাজ হলেই জানে বাঁচা।’

স/আ