ভালো করার চেষ্টা থাকবে : সাকিব

দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। কিন্তু ফেরার পর আগের সেই সাকিব যেন নিজেকে হারিয়ে ফেলেছেন। চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তার পারফর্মেন্স বলার মতো নয়। ৮ ইনিংসে ৭৬ বল খেলে সাকিবের সংগ্রহ ৮২ রান। গড় ১০.২৫। সর্বোচ্চ ইনিংস ১৫ রানের। বল হাতেও ৮ ম্যাচে মোটে ৫ উইকেট তার নামের পাশে বেমানান। যদিও ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৭৩।

আজ সাকিবের ওভারে চারটি ছক্কা মেরেছেন বেক্সিমকো ঢাকার তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ। ম্যাচের পর সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি যেহেতু মোমেন্টামের ব্যাপার, সেহেতু সামনের ম্যাচগুলোতে প্রভাব পড়তেই পারে। তবে তিন দিন বিরতি আছে আমাদের এখন। আমরা গুছিয়ে নিয়ে আবার নতুন ভাবে শুরুর চেষ্টা করব। একটা ম্যাচেরই ব্যাপার (ঘুরে দাঁড়ানো)। যদি আমরা আমাদের ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে অবশ্যই আমাদের ভালো ফল সম্ভব।’

এ তো গেল দলের কথা। নিজের পারফর্মেন্স নিয়ে কী ভাবছেন সাকিব? তার কাছে প্রত্যাশা বরাবরের মতোই ছিল আকাশচুম্বি। কিন্তু এখনো পর্যন্ত তা পূরণ করতে পারেননি। দীর্ঘ বিরতির পর ছন্দ পেতে সময় লাগাটা অস্বাভাবিক নয়। তবে সাকিবের মতো একজনের ৮ ম্যাচেও জ্বলে উঠতে না পারা বিস্ময়কর। নিজের ফর্ম নিয়ে সাকিব ছোট করে বললেন, ‘জানি না…দেখি, কত দ্রুত কামব্যাক করা যায়। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি। বাকিটা দেখা যাক…।’

 

সূত্রঃ কালের কণ্ঠ