ভালবাসা দিবসে রাজশাহীর কারারক্ষীদের ভিন্ন আয়োজনে মেতে উঠলেন বিনোদনপ্রেমীরাও

নিজস্ব প্রতিবেদক:

সবার গায়ে একটি করে গেঞ্জি এবং হাঁফ প্যান্ট। সবাই একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সংখ্যায় শতাধিক। তাদের নিয়ে কখনো চলছে নাচের আয়োজন, তো কখনো ক্রীড়া আবার কখনো হৈ-হুল্লুড়। যাদের নিয়ে এই ভিন্ন আয়োজন, তারা সবাই কারারক্ষী। তারা সদ্য নিয়োগ পাওয়া নতুন কারারক্ষী। এই নতুনদের নিয়েই রাজশাহী কেন্দ্রীয় কারাগার বিশ্ব ভালবাসা দিবসে আয়োজন করে ভিন্ন আয়োজন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশে পদ্মার পাড়ে এমন আয়োজন করা হয় গতকাল বিকেলে। আর তাদের এই ভিন্ন আয়োজন দেখতে ওই এলাকায় ঢল নামে সাধারণ মানুষের। ভালবাসা দিবসে যেসব মানুষ নগরীর পদ্মার পাড়ে একটু বিনোদনের খোঁজে যান, তাদের বাড়তি বিনোদনের ব্যবস্থা হয় নতুন কারারক্ষীদের নিয়ে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। কারারক্ষীরাই দল বেধে ভিন্ন পোশাকে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করতে থাকেন। উন্মক্ত স্থানে তাঁদের এমন আনন্দে মেতে উঠার দৃশ্য দেখে সাধারণ মানুষও আনন্দিত হন।

এসময় শারমিনা শিলা নামের এক তরুণী বলতে থাকেন, ভালবাসা দিবসের বাড়তি আনন্দ দিল রাজশাহীর কারারক্ষীরা। তাদের মনোমুগ্ধকর অনুষ্ঠানটি উপোভগ্যই ছিল।

স/আর