ভার্চুয়াল ক্লাস রুমে ইটালি থেকে ইবি শিক্ষার্থীদের ক্লাস নিলেন শিক্ষক

ইবি প্রতিনিধি:
ইটালির মিলান বিশ্ববিদ্যালয়ের ওয়েলার রিভোন্টার সাথে ভার্চুয়াল ক্লাস করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল ৩টায় ইসলামী বিশ^বিদ্যারলয়ের ভার্চুয়াল ক্লাস রুমে এ ক্লাস অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে ক্লাসটি উপভোগ করেন। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আক্তারুজ্জামান এ ক্লাসের আয়োজন করেন।

ড. ম্যাসিমো ‘ফিল্টার ডিজাইন অফ দা কোর্স অফ ডিজিটাল সিগনাল প্রোসেসিং’ বিষয়ে পাঠ দান করেন ও সংশ্লিষ্ট বিষয়ের উপর শিক্ষার্থীদের বিভন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় সাবেক প্রক্টর ও বর্তমান সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাহবুবর রহমান ও পরিবহন প্রশাসক প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্বের যে কোন স্থান হতে ইন্টারনেটের মাধ্যমে ভিডিওতে শিক্ষক ও শিক্ষার্থীদের সরাসরি পাঠদান ব্যাবস্থা হচ্ছে ভার্চুয়াল ক্লাস রুম।

স/অ