ভারত ১০ লাখ টন গম রপ্তানির অনুমোদন দিতে পারে

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ভারতের বাণিজ্যিক সূত্র জানিয়েছে, দেশটি গম রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পরে প্রথম পর্যায়ে ১০ লাখ টন গম সরবরাহ করতে পারে। এর মধ্যে অর্ধেক বাংলাদেশে আসতে পারে।

১৩ মে ভারত সরকার ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে গম রপ্তানি নিষিদ্ধ করে। তবে স্বাক্ষরিত চুক্তির অধীনে ইতিমধ্যেই ঋণপত্র (এলসি) খোলা হয়েছে এমন চালানের ক্ষেত্রে ছাড় দিয়েছে।

বাণিজ্য-সংশ্লিষ্ট সূত্র বলেছে, ওই ছাড়ের অধীনেই নতুন রপ্তানির অনুমোদন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

১০ লাখ টনের মধ্যে অন্তত অর্ধেক পরিমাণ গম রেল ও সড়কপথে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল দাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক থেকে ফিরে আসার পরে এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

 

সুত্রঃ কালের কন্ঠ