ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে র‍্যাংকিংয়ে শীর্ষে উঠল অস্ট্রেলিয়া

করোনা পরিস্থিতির মধ্যেও সুসংবাদ পেল অস্ট্রেলিয়া। ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে টেস্ট ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছে তারা। জানা গেছে, গতকাল শুক্রবার র‍্যাংকিংয়ের সর্বশেষ আপডেট থেকে ২০১৬-১৭ মৌসুম বাদ দেয়ার কারণে র‍্যাংকিংয়ে এই পরিবর্তন এসেছে।

প্রায় চার বছর টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছিল ভারত। কিন্তু সর্বশেষ আপডেট অনুযায়ী ১১৬ পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠল অস্ট্রেলিয়া। তাদের পর ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। এদিকে দুই ধাপ পিছিয়েছে ভারত। ১১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে কোহলির ভারত।

অপরদিকে প্রায় ২৭ মাস ধরে টি-টোয়েন্টিতে শীর্ষে ছিল পাকিস্তান। এখানেও বাবর আজমদের পেছনে ফেলে ২৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল অজিরা। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬৮। আর ২৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। তাদের পরই পাকিস্তান। অর্থাৎ এক লাফে শীর্ষস্থান থেকে চতুর্থ স্থানে নেমে গেছে পাকিস্তান (২৬০)। এছাড়া ২৫৮ পয়েন্টি নিয়ে পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

 

সুত্রঃ কালের কণ্ঠ