‘ভারত খুবই শক্তিশালী, তাদের পেশিশক্তি আছে’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার সালমান বাট বলেছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ক্ষমতা আছে বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে আইপিএল আয়োজনের। তার দাবি পেশিশক্তি ব্যবহার করে হলেও বিদেশি ক্রিকেটারদের আইপিএলে নিয়ে যাবে ভারত।

নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, আমার মনে হয় আইপিএল শুরুর জন্য বিসিসিআই ঠিকই রাস্তা খুঁজে বের করবেই। ওরা এমন একটা উইন্ডো তৈরি করবে, যেখানে সব তারকাদের পাওয়া যাবে। কিছু ক্রিকেটারকে হয়ত পাওয়া যাবে না। তবে যেহেতু এটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সেহেতু ঠিক উইন্ডো তৈরি হয়ে যাবে। আইপিএল অত্যন্ত বড় টুর্নামেন্ট। সংস্থা হিসেবে বিসিসিআই খুবই শক্তিশালী এবং ওদের পেশিশক্তি রয়েছে। তাই টুর্নামেন্ট ঠিক আয়োজিত হবে।

মহামারি করোনার মধ্যে প্রায় চার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি এড়াতে বাড়তি ঝুঁকি নিয়ে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বায়ো-বাবলে থাকার পরও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে করোনা সংক্রমিত হতে থাকলে মাঝপথেই বন্ধ হয়ে যায় আইপিএল।

আইপিএল মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে ভারত। সেই ক্ষতি এড়াতেই করোনার মধ্যে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশের ম্যাচ আয়োজন করতে চাচ্ছে বিসিসিআই।

আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচ আয়োজন হলেও ব্যস্ত সূচির কারণে বিদেশি তারকা ক্রিকেটারদের পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভারত। তবে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার বলেছেন, ভারত যে করেই হোক বিদেশি ক্রিকেটারদের নিয়েই আইপিএল আয়োজন করবে। কারণ তাদের পেশিশক্তি আছে। তাদের কথা কেউ ফেলতে পারবে না।

সূত্র: হিন্দুস্তান টাইমস