ভারত অংশ না নেওয়ায় সূচি বদল, বিস্মিত বাংলাদেশ কোচ জেমি ডে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাউথ এশিয়ান গেমসে (এসএ) ফুটবলের সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। কেননা, এসএ গেমসের ১৩তম আসরে ভারত অংশ না নেওয়ায় বদলে গেছে সূচি। নতুন সূচিতে টানা দুই দিন ম্যাচ খেলতে হবে প্রতিটি দলকে। আর বাংলাদেশকে খেলতে হবে চার দিনে তিন ম্যাচ।

আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় এমন নজির নেই। এ নিয়ে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে বলেন, ‘এমন সূচি আগে কখনও দেখিনি। পরপর দুই দিন খেলা। খেলোয়াড়দের জন্য খুবই কঠিন সময় যাবে।’

পাঁচ দল নিয়ে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে হবে ফুটবল প্রতিযোগিতা। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দল আগামী ১০ ডিসেম্বর ফাইনাল খেলবে।

পূর্বের সূচিতে ১ ডিসেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল নেপালের বিপক্ষে। এখন ২ ডিসেম্বর লাল-সবুজরা লড়বে ভুটানের বিপক্ষে। পরদিনই শক্তিশালী মালদ্বীপের সঙ্গে খেলতে হবে জামালদের।

যদিও অন্য দলগুলোকেও একই সমস্যা পোহাতে হবে। তাই ওসব বাদ দিয়ে খেলায় মনোযোগ দিতে চান জেমি।

তিনি বলেন, ‘আমরা সেরা হওয়ার লক্ষ্য নিয়েই কাঠমান্ডুতে এসেছি। কোনও সমস্যা নিয়ে ভাবতে চাই না। সেরা হতে হলে সমস্যা নিয়ে ভাবা যায় না।’