ভারতে রেকর্ড ১২৬ বাঘ মারা গেছে এ বছর

ভারতে গত এক দশকের মধ্যে রেকর্ডসংখ্যক ১২৬টি বাঘ মারা গেছে। বিশ্বের ৭৫ শতাংশ বাঘের আবাস ভারতের জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ (এনটিসিএ) গত বুধবার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

ভারতের সরকারি সংস্থাটি ২০১২ সাল থেকে বাঘের মৃত্যু বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে আসছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ২০১৬ সালে এর আগের সর্বোচ্চ সংখ্যক ১২১টি বাঘের মৃত্যু হয়েছিল।

এদিকে ২০০৬ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল এক হাজার ৪১১টি। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় দুই হাজার ৯৬৭-তে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে ‘ঐতিহাসিক’ অর্জন বলে অভিহিত করেছেন।

এনটিসিএ বলছে, ভারতে গত এক দশকে বেশির ভাগ বাঘের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। তবে অনেক বাঘ চোরাশিকারিদের গুলি ও ফাঁদে পড়ে এবং লোকালয়ে ঢুকে পড়ে গণপিটুনিতে মারা গেছে।

ভারতে বাঘের মৃত্যুর সংখ্যা আরো বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। জঙ্গলের অনেক জায়গা বেশি দুর্গম হওয়ার কারণে ক্যামেরার পর্যবেক্ষণের আওতায় আনা সম্ভব হয়নি।

 

সূত্রঃ কালের কণ্ঠ