রবিবার , ১১ সেপ্টেম্বর ২০১৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতে পিতার হাতে কিশোরীর যৌন লাঞ্ছনার অভিযোগ

Paris
সেপ্টেম্বর ১১, ২০১৬ ৯:৪৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের একজন শীর্ষস্থানীয় আমলা তার তেরো বছরের মেয়েকে নিয়মিত শ্লীলতাহানি করে গেছেন বলে তার স্ত্রী প্রকাশ্যে অভিযোগ এনেছেন।

অভিযোগের সমর্থনে নিজের নির্যাতিতা মেয়ের লেখা একটি চিঠিও প্রকাশ করেছেন ওই মহিলা।

ইমেইলে লেখা চিঠিতে মেয়েটি বিশদে বর্ণনা দিয়েছে, কিশোরী বয়সে কীভাবে তাকে দিনের পর দিন বাবার হাতে লাঞ্ছিত হতে হয়েছিল।

ওই আমলা অবশ্য তার বিরুদ্ধে ওঠা এই সব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।

ওই আমলা গত দু’বছর ধরেই তার স্ত্রীর কাছ থেকে আলাদা থাকছেন।

তার স্ত্রীও তার বিরুদ্ধে মারধর ও নিষ্ঠুরতারও একটি মামলা করেছেন আগেই।

তবে স্ত্রী রীতিমতো সাংবাদিক বৈঠক করে তাঁর স্বামীর বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ এনেছেন, তা চমকে দিয়েছে গোটা দেশকে।

তার মেয়ের লেখা একটি চিঠিকে উদ্ধৃত করে তিনি বলেছেন, তার স্বামী নিজের মেয়েকে দিনের পর দিন ধরে যৌন লাঞ্ছনা করে গেছেন।

ওই চিঠিটিতে মেয়ে লিখেছেন, “আমি চিরকালই আমার বাবার কাছে ছিলাম একটা বোঝার মতো। আমার জন্য যে প্রতিটা টাকা তিনি খরচ করেছেন, তার প্রতিটার জন্য চরম দুর্ব্যবহার ও লাঞ্ছনা আমাকে সইতে হয়েছে।”

“আমি বলতে লজ্জিত বোধ করছি, যখন আমি স্কুলে পড়ি, তেরো বছর বয়স – তিনি আমার ঘরে এসে আমার শরীরের অশোভন জায়গায় স্পর্শ করতেন।”

“আমি প্রায় দু’বছর ধরে এই যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি, বুঝতে পারতাম না কী করব বা কাকে বলব। সারা রাত ধরে আমি শুধু কাঁদতাম!”

যদিও এই ই-মেইলটি এপ্রিল মাসে লেখা, স্ত্রী বলেছেন, তিনি এটি এখন প্রকাশ করতে বাধ্য হচ্ছেন – কারণ প্রভাবশালী ওই আমলার বিরুদ্ধে মামলা একেবারেই এগোচ্ছে না।

স্ত্রী, যিনি নিজেও একজন সরকারি কর্মকর্তা, তিনি আরও বলেছেন, “আমি এই লড়াইতে একেবারে একলা – কারণ গোটা প্রশাসন তার বিরুদ্ধের কোনও ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে। সে কারণেই আমি প্রধানমন্ত্রীর ও জাতীয় মহিলা কমিশনের সাহায্য চাই। চাই এই ঘটনার সিবিআই তদন্ত হোক।”

পিতা অবশ্য দাবি করেছেন, এই অভিযোগের কোনও ভিত্তিই নেই।

ভারতের একটি পত্রিকাকে তিনি বলেছেন, গত সাত-আট বছর ধরেই তাঁর স্ত্রী ও মেয়ে নানা ধরনের মনগড়া অভিযোগ এনে যাচ্ছেন।

“প্রথমে বলা হল পণ দাবি করা হয়েছে, তারপর এল খোরপোষের দাবি। তারপর মামলা করা হল মারধরের অভিযোগে। এখন আবার এইটা। এখন আপনারাই তাদের জিজ্ঞেস করুন এটাই শেষ, না কি আরও আছে?” বলেছেন তিনি।

তবে যে পক্ষই সত্যি বলুক, নিজের বাবার বিরুদ্ধে একজন মেয়ের আনা এই মারাত্মক অভিযোগ যে ভারতকে প্রবলভাবে নাড়া দিয়েছে তাতে কোনও সন্দেহ নেই।

সূত্র: বিবিসি

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

চরম অর্থনৈতিক মন্দা এড়াতে ব্রাসেলসে ইইউ নেতারা

বাঘায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৫ জনকে কুপিয়ে জখম

বাদশা নির্বাচিত না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে : মেয়র লিটন

আপনার জন্য মৃত্যুকে বরণ করে নেবো: প্যারেডে সেনাদলের হুঙ্কার

অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন

প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫৪০০ কোটি ডলার বরাদ্দের সিদ্ধান্ত ট্রাম্পের

সতর্কবার্তা ইউক্রেনের প্রধানমন্ত্রীর ‘ইউক্রেন হারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে’

৩৯২ দিন, ১০৫৮ মিনিট পর সুয়ারেজ!

ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশনস

বাংলাদেশের গণমাধ্যমে ‘সেলফ সেন্সরশিপের’ অভিযোগ