ভারতে চলছে মূর্তি ভাঙা, বিশ্ব দেখছে অসভ্যতা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হতবাক বিশ্ব৷ ইরান থেকে ইউরোপ সর্বত্র শুরু হয়েছে প্রতিবাদ৷ প্রবাসী ভারতীয়রা কুঁকড়ে যাচ্ছেন৷ তাঁদেরই দেশের মনীষীদের ‘মূর্তি ভাঙার রাজনীতি’ যেভাবে ফের চলছে তাতে লজ্জা বাড়ে বইকি৷ ইরান থেকে ইউরোপের বিভিন্ন দেশের সুসভ্য নাগরিকদের নজরে ভারতে মূর্তি ভাঙার অসভ্য রাজনীতি৷ নিজের দেশে নয় বরং বিদেশেই যেন বেশি সুরক্ষিত ভারতীয় চিন্তাবিদ ও মনস্বীদের প্রতিমূর্তি৷

ফিরে এল কি সত্তর দশকের সেই মূর্তি ভাঙার রাজনীতির দিন ? উঠছে সেই প্রশ্ন৷ যখন উত্তাল নকশালবাড়ি আন্দোলনের জেরে একের পর এক মনীষীদের মূর্তি আক্রান্ত হয়েছিল কলকাতায়৷ রামমোহন-বিদ্যাসাগরের ভাস্কর্য ভেঙে জান্তব উল্লাসে মেতে উঠত অতি বামপন্থী নকশালপন্থীরা৷ অনেকটা সেই ধাঁচেই আবারও মূর্তির উপর আক্রমণ নেমে এসেছে৷

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়েছে, ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙার দৃশ্য, পাল্টা কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালো রঙ করা ও তামিলনাড়ুতে পেরিয়ারের মূর্তি ভাঙা একইভাবে উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তির উপর হামলার কথা৷ ভারতে চলছে প্রতিবাদের নামে মূর্তি ভাঙা আর বিশ্ব দেখছে সেই অসভ্যতা৷

ইরান দেখছে এই ছবি৷ সুসভ্য পারস্য বাসীরা কিন্তু সযত্নে আগলে রাখছেন রবীন্দ্রনাথের নামের ফলক ও মূর্তি৷ আইরিশ আইনসভার সামনে অপূর্ব ভাস্কর্যের প্রতীক হয়ে আছেন রবীন্দ্রনাথ৷ দক্ষিণ আফ্রিকায় গান্ধীজী, আমেরিকায় মহাত্মা, বিবেকানন্দ সহ বিভিন্ন ভারতীয় মনীষীরা অক্ষত৷ পূবের জাপান-দক্ষিণের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডেও তাঁরা সুরক্ষিত৷ অথচ নিজের দেশেই তাঁদের উপর নেমে আসছে আঘাত৷

বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসন পতনের পরই বিক্ষোভ ছড়িয়েছে৷ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে বিশাল লেনিন মূর্তি৷ এই ছবি ও সংবাদ ছড়িয়ে পড়তেই কলকাতায় মাওবাদী মতাদর্শগত কয়েকজন ‘হিন্দুত্ববাদী’ চিন্তাধারার অন্যতম নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালো রঙ ঢেলে দিল৷ দুটি ঘটনাই উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিয়েছে৷

অতি সম্প্রতি বাংলাদেশে আইনের দেবীর ভাস্কর্য সরিয়ে নেওয়ার ঘটনায় ছড়ায় প্রতিবাদ৷ তবে সেখানে সুষ্ঠুভাবেই কাজটি করে সরকার৷ তবে মূর্তির উপর আক্রমণ নেহাতই ক্ষোভ বিক্ষোভের বহি:প্রকাশ৷ ইরাকে বহুবছর পর সাদ্দাম হোসেন জমানার শেষ হতেই তাঁর মূর্তি টান মেরে ফেলে দিয়েছিল জনগণ৷ মিশরে হোসনি মোবারক জমানার অবসানের পর সেখানেও তার ছবির উপর পদাঘাত করা হয়৷ গত পার্লামেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বিকৃতমূলক মূর্তি বানিয়ে হয়েছিল বিপক্ষ প্রচার৷ সবই প্রতীকী৷ লক্ষণীয় এরা কেউই মণীষী বা চিন্তাবিদ নন৷ এইসব সংশ্লিষ্ট দেশগুলির কোনও মণীষী বা চিন্তাবিদের মূর্তি আক্রান্ত হয়নি৷ যেমনটা হচ্ছে ভারতে৷