ভারতে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

করোনা আক্রান্তের সংখ্যায় আবারও রেকর্ড ছাড়াল ভারত। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৪২ জন। ১৫৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের পরিসংখ্যানেও একদিনের রেকর্ড ছুঁয়ে ফেলল দেশটি।

এদিকে সোমবার (১৮ মে) থেকে দেশটিতে ১৪ দিনের নতুন লকডাউন শুরু হলো। এনিয়ে চার দফায় ৬৮ দিনের লকডাউনে পালন করছে বিশ্বের অন্যতম বৃহত্তম জনবহুল দেশ ভারত।

তবে নতুন দফায় লকডাউনে বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে সরকার। প্রত্যাশিতভাবে আরো ১৪ দিনের লকডাউন বাড়ল ভারতে। নতুন লকডাউন চলবে ৩১ মে পর্যন্ত। এই দফায় রাজ্যগুলোর হাতে করোনা মোকাবিলায় আরো বেশি ক্ষমতা দেওয়া হলো। এমন কি প্রয়োজনে ১৪৪ ধারা জারিও করতে পারবে রাজ্যগুলো।

নতুন লকডাউনে নাইট কার্ফিউ বলবৎ থাকবে আজ থেকে। সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত কেউ বের হতে পারবেন না। এছাড়াও ১০ বছরের কম এবং ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য ১৪৪ ধারা বলবৎ থাকবে রাস্তায়।

এদিকে সোমবার সকালে ভারতের আটকে পড়া ৩৩ জন বাংলাদেশি নাগরিকদের নিয়ে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার একটি ফ্লাইট কলকাতা ছেড়েছে।

ওই একই বিমানে ঢাকা থেকেও আটকে পড়া ভারতীয়দের নিয়ে আবার বিকেলে কলকাতায় ফেরার কথা রয়েছে। ভারতে ৩০ জানুয়ারি প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। গত ১০৯ দিনের মাথায় দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৬৯ জন। আর মৃতের সংখ্যা ৩ হাজার ২৯।

শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ হাজার ২৪২ এবং মৃত্যু ১৫৭ জন।

সূত্রঃ সময়